সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০১৬ ০৯:৪১

ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ফাইল ছবি

পাবনার সুজানগর উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের  উপজেলার কাশিনাথপুর বাণিজ্য কেন্দ্রের আহমদপুর ফুলবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন- সাধন দাস (৬০) জেলার ধোলাই বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

আমিনপুর থানার ওসি তাজুল হুদা জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে পাবনা থেকে কাশিনাথপুরে যাচ্ছিল।

পথে আহমদপুর ফুলবাগান এলাকায় বিপরীতমুখী একটি বালুভর্তি ট্রাক (বগুড়া -ড-১১০৮৮২) ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ চারজনের মৃত্যু হয়। পরে অন্য আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অটোরিকশা চালককে পাবনা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত