সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০১৬ ১৫:৫৬

আখাউড়ায় লাইনচ্যুত তেলবাহী ট্রেন, তবে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রতীকি

সিলেট থেকে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ ব্যবস্থায় আবারো দুর্ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়, তবে এ স্থানে বিকল্প রেল লাইন থাকায়েএ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপার খলিলুর রহমান জানান, শনিবার ১১টা ৪৫ মিনিটে আখাউড়া জংশন এলাকাতেই এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী একটি ট্রেনের দুটি বগি জংশনের দক্ষিণ সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হয়।

তিনি জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। তবে জংশনে বিকল্প রেল লাইন থাকায় সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত