সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৬ ১৩:০১

রোহিঙ্গাদের আরও ৬ নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের আরও ৬টি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে আসা ৮০ থেকে ৯০ জন রোহিঙ্গা বহনকারী এসব নৌকা ফিরিয়ে দেওয়া হয়।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রোহিঙ্গাদের ৪টি নৌকা ফিরিয়ে দিয়েছিলো বিজিবি।

টেকনাফ ২নম্বর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নাফ নদীর জলসীমানা থেকে রোহিঙ্গাদের ৬টি নৌকা ফিরিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, ৯ অক্টোবর মিয়ানমারের আরকান মুসলিম অধ্যুষিত এলাকায় সে দেশের সেনাবাহিনীর নির্যাতন ও সহিংস ঘটনার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা। এখনো বিভিন্নভাবে তারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত