বেনাপোল প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০১৬ ১৮:৩৩

দেশে ফিরলেন অবৈধভাবে পাচার হওয়া ১৪ তরুণী

দালালের খপ্পরে পড়ে অবৈধভা‌বে ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি তরুণী দেশে ফিরেছেন। পাচার হওয়ার ৩ বছর পর তাদের ফেরত পাঠানো হয়।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিটের মাধ্য‌মে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ফেরত আসা তরুণীদের মধ্যে ১০ জনকে রাইটস যশোর, ২ জনকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও ২ জনকে জাস্টিসান কেয়ার নামে এনজিও’র হেফাজতে দেওয়া হয়েছে।

যশোর রাইটসের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, দালা‌লের প্র‌লোভ‌নে প‌ড়ে ফেরত আসা তরুণীরা ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত প‌থে অবৈধভা‌বে ভারতে পা‌ড়ি জমান। পরে ভারতীয় পুলিশ তাদের পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠা‌নো হয়।

আপনার মন্তব্য

আলোচিত