সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৬ ১৪:৩৫

সাঁওতালরা ৩০ একর জমির ধান বুঝে পেলেন

রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালদের আবাদকৃত ৪৫ দশমিক ৫ একর জমির মধ্যে ৩০ একর জমির ধান মাড়াই করে হস্তান্তর করেছে মিল কর্তৃপক্ষ।

চিনিকল শ্রমিকরা একটানা পাঁচদিন স্বেচ্ছাশ্রমে এ ধান কাটা ও মাড়াই শেষে সাঁওতালদের ধান বুঝিয়ে দিয়েছেন।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আউয়াল এ ব্যাপারে জানান, গত ২৪ নভেম্বর দুপুর থেকে সোমবার (২৮ নভেম্বর) বিকেল পর্যন্ত পাঁচদিন ধরে ৩০ একর জমির ধান কাটা হয়। পরে ধান সাঁওতাল নেতাদের বুঝিয়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, প্রথমদিন ২৬ বস্তা, দ্বিতীয় দিন ৫৬ বস্তা, তৃতীয় দিন ৬৭ বস্তা, চতুর্থ দিন ১৪৪ বস্তা ও পঞ্চম দিনে ১০৪ বস্তা ধান দেওয়া হয়েছে সাঁওতালদের। বাকি জমির ধান পাকলে সেগুলোও কেটে ও মাড়াই করে বুঝিয়ে দেওয়া হবে।

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান জানান, খামারের ৪৫ দশমিক ৫ একর জমিতে ধান চাষ করেছিলেন সাঁওতালরা। ৩০ একর জমির ধান কাটার উপযোগী হওয়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী তা কেটে মোট ৩৯৭ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত