ঝিনাইদহ প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৫৭

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিনা টেন্ডারে স্কুলের গাছ বিক্রির অভিযোগ

ঝিনাইদহের শৈলকূপা বাগুটিয়া গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরীর মেয়াদ শেষ। তাই তড়িঘড়ি করে স্কুলের গাছ বিনা টেন্ডারে বিক্রি করে দেওয়া হচ্ছে। স্কুল সভাপতি ও প্রধান শিক্ষকের এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসী শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন।

স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলী লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে তারা নিজ হাতে গাছ গুলো রোপণ করেছিলেন।

বর্তমানে গাছগুলো বিনা টেন্ডার ও মূল্য নির্ধারণ ছাড়াই তড়িঘড়ি করে কেটে ফেলা হচ্ছে। প্রধান শিক্ষকের চাকরীর বয়স শেষ বলে তিনি স্কুল সভাপতির সাথে মিলে গাছগুলো কেটে ফেলছেন বলে অভিযোগ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসুদেব কুমার ঘোষ বলেন, বিদ্যালয়ে জেএসসি এবং এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে। এবার এসএসসি পরীক্ষায় তাবু টানিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে, তাই বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য গাছ গুলো বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ দিদারুল আলম বলেন, বিদ্যালয়ের অবস্থা জরাজীর্ণ, গাছ বেচার সিদ্ধান্ত কমিটি নিয়েছে, তারা এটা নেয়ার অধিকার রাখে।

প্রধান শিক্ষক বলেন, ১৫ তারিখে ১৫টি গাছের নিলাম মূল্য হাঁকা হয়েছে এক লাখ ৭০ হাজার টাকা।

তবে ১৫ টি বড় মেহগনি গাছের মূল্য এতো কম টাকা ডাকায় জন মনে প্রশ্ন দেখা দিয়েছে। স্কুল সভাপতি ও প্রধান শিক্ষক গোপনে টাকা ভাগাভাগি করে নিয়েছে বলে এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।


আপনার মন্তব্য

আলোচিত