বেনাপোল প্রতিনিধি

০৫ জুন, ২০১৮ ১৫:৫৭

পায়ুপথে স্বর্ণ পাচার, বেনাপোলে আটক ১

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থে‌কে মহিউদ্দীন (৩৪) নামে এক যাত্রীর পায়ুপথ থেকে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৫ জুন) সকালে ওই যাত্রী কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করার সময় তার শরীর তল্লাশি করে পায়ুপথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মহিউদ্দীন কুমিল্লার তিতাস উপজেলার কান্তি গ্রামের সাহারিয়া ভূঁইয়ার ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় কাস্টমস গোয়েন্দা সদস্যদের। তারা ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শরীরে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার শরীর স্ক্যানিং করা হলে তার পায়ুপথে স্বর্ণের সন্ধান পাওয়া যায়। পরে এক কেজি ৩২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাইফুর রহমান জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।

আপনার মন্তব্য

আলোচিত