সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০১৮ ২০:২৪

মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকায় পৌর শহরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২০ জুন) রাতে পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম বাকি বিল্লাহ এবং সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্র মতে, অনেক দিন ধরে কামাল আহমেদ দলের সুনাম নষ্ট করে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পরে বিষয়টি সিনিয়র নেতাদের নজরে এলে পৌর আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, গত ১৮ জুন ভৈরব র‍্যাব ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে পৌর শহরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদের বাড়ি থেকে তার আপন দুই ভাই ফয়সাল আলম ও সাহাদাৎ হোসেন সাক্কুসহ ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলামকে ৮৬ ক্যান বিয়ারসহ হাতেনাতে আটক করে।

এই ঘটনায় কামাল আহমেদেরও সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমালোচনা ঝড় ওঠে। এর একদিন পর র‌্যাবের হাতে আটক দ্বীন ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় পৌর স্বেচ্ছাসেবক লীগ।

পৌর কমিটির সভাপতি আলি মনসুর রাজু ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল সাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং মাদকের সঙ্গে সম্পৃক্ত দুই নেতাকে বহিষ্কার করায় দলটির উচ্চপর্যায়ের নেতাদেরকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত