সিলেটটুডে ডেস্ক

২৫ জুন, ২০১৮ ০০:৩৯

ময়মনসিংহে ওসির কাছে চাঁদা চেয়ে আটক ৪ ছাত্রলীগ নেতা

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়ার কাছে চাঁদা দাবি করায় ছাত্রলীগের চার নেতাকে আটক করা হয়েছে। রোববার (২৪ জুন) দুপুরে থানাতে এই ঘটনা ঘটে। পরে আটক ৪ জনকে জেলা গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটকরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজু, সাংগঠনিক সম্পাদক রয়েল, টিটু ও কামরুল।

জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, রোববার দুপুরে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম ফয়সাল ওসি কামরুল ইসলাম মিয়ার কাছে মোবাইল ফোনে ঈদ উপলক্ষে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা আনার জন্য থানায় চার ছাত্রলীগ নেতাকে পাঠানো হয়। থানায় গেলে চাঁদার টাকা নিয়ে ওসি কামরুল ইসলাম মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, ২০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকার করায় চার ছাত্রলীগ নেতা প্রথমে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তাদের আটক করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত