সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০১৮ ১৮:৩০

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মো. আহাদুল (৩০) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছে আদালত।

বুধবার (৮ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোমস্তাপুর উপজেলার ভাগলপুর গ্রামের মো. দবির (৩৯), মো. আকালু (৩৫), এরফান আলী (৬১), এরফান আলীর দুই ছেলে মো. হামেদ (৪১) ও মো. রুমেদ (৩৮)। রায় ঘোষণার সময় মো. হামেদ ও মো. রুমেদ পলাতক ছিলেন। এই মামলায় আট আসামিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বেগম জানান, জমিজমা ও পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ২০০৯ সালের ১৬ অক্টোবর রাতে ভাগলপুর গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মো. আহাদুল। তিনি একই গ্রামের দুখু মণ্ডলের ছেলে। এই ঘটনায় নিহত আহাদুলের শ্বশুর গোমস্তাপুরের ভাগলপুর গ্রামের মো. শামসুল হক পরদিন গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবর হোসেন একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আপনার মন্তব্য

আলোচিত