সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৮ ১৫:৪৪

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির গুইমারায় আগুনে পুড়িয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৫ অক্টোবর) খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ মামলার রায় ঘোষণা করেন। এছাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত মিজানুর রহমানের বাড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায়। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন মিজানুর।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও চার আসামিকে খালাস দিয়েছে আদালত।

আদালতের পিপি বিধান কানুনগো মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর যৌতুক না পেয়ে ক্ষিপ্ত হয়ে গৃহবধূ সালমা আক্তারের (২১) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন মিজানুর রহমান। এর পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মিজানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন নিহত সালমার ভাই মো. নূরুজ্জামান। পুলিশ সবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত দগ্ধ সালমার জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় দিয়েছে।

নিহত সালমার পরিবার মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

নিহত সালমার ভাই নূরুজ্জামান বলেন, ন্যায় বিচার পেয়েছি। এখন দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাই।

আপনার মন্তব্য

আলোচিত