সিলেটটুডে ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৮ ২২:০৫

ছাত্রীর কাপড়ে কালি লাগানোর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে নারায়ণগঞ্জের একটি কলেজের ছাত্রীদের কাপড়ে কালি লাগিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ শহীদ মিনারে অবস্থান নেন। এরপর তারা চাষাড়া চত্বরে মানববন্ধন করেন।

এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফেস্টুন দেখা যায়। ‘পোড়া মবিলের কলঙ্কে লজ্জিত আজ বাংলাদেশ’, ‘বোনের শরীরে কালি কেন?’, ‘জনগণ জিম্মি কেন?’, ‘অ্যাম্বুলেন্সে আটক শিশু হত্যা কেন?’ ইত্যাদি লেখা সংবলিত ফেস্টুন প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নিজেদের ক্ষমতা দেখানোর জন্য যে ধর্মঘট ডাকা হলো এবং এ ধর্মঘটে বর্বরতার মধ্যে যে ক্ষয়ক্ষতি হলো তার দায়ভার কে নেবে? এ ধর্মঘটের মধ্য দিয়ে নির্বাচনের আগে তারা তাদের ক্ষমতার প্রদর্শন করছে। তারা দেখাতে চাচ্ছে, তারা চাইলেই সরকারকে, দেশকে জিম্মি করতে পারে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনার থেকে নগরীর কালিবাজার এলাকা ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত