বেনাপোল প্রতিনিধি

১২ নভেম্বর, ২০১৮ ১৯:৩০

অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ২৪ বাংলাদেশি

অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ২৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।

সোমবার (১২ নভেম্বর) সকালে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কিছু নারী-পুরুষ ভারতে প্রবেশ করবে, এমন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ, ৭ জন নারী ও ৩ শিশুকে আটক করা হয়। তাদের বাড়ি চট্টগ্রাম, খুলনা, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত