সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০১৮ ১২:২৭

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুর মৃত্যু, দগ্ধ ৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে ধলপুর র‌্যাব-১০ কার্যালয়ের পাশে সিটি করপোরেশন কোয়ার্টারে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ সিকদার জানান।

তিনি জানান, এ দুর্ঘটনায় দুই পরিবারের আরও ছয়জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ছয়জন হলেন সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), ছেলে নিশান (১৪), সুমনের ফুপু আতর বেগম (৭০) এবং আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজলী (২৪)।

রাশেদ সিকদার জানান,  প্রাথমিকভাবে ধারণা করছি গ্যাসলাইনে লিকেজ ছিল। জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণ ঘটে।

যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, পরিবারটি ধলপুর সিটি কর্পোরেশনের কোয়ার্টারে থাকে। ওই বাসায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা থাকেন। আগুনে তাওশিন নামে একটি ছেলে মারা গেছে। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

দগ্ধদের শরীরের ১৭ থেকে ৭৫ শতাংশ পুড়ে গেছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত