সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৯ ১৫:০০

ইট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, নিহত ৪

সাভারের আশুলিয়ায় ইট ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার মরাগাঙ্গ এলাকার এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন-ট্রাক চালক মুজাহিদ মিয়া (২০), মো. আরিফ (১৮), মো. শাহিন (৩২) ও ইটভাটার নিরাপত্তাকর্মী আবদুল কাদের (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মেঘনা ইট ভাটা থেকে একটি ট্রাক ইট বোঝাই করে বাইপাইলের উদ্দেশে রওনা দেয়। এসময় ট্রাকটি তুরাগ নদীর পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পাড়ে যায়। ট্রাকে চালকসহ সাতজন শ্রমিক ছিলেন। এর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলেও বাকি চারজন নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে।

উত্তরা ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুরো ট্রাকটি পানিতে তলিয়ে যাওয়ার কারণে তাদের উদ্ধার করতে কিছুটা বিলম্ব হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত