সিলেটটুডে ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০১৯ ১৫:৩৮

বসিলায় বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান

ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বসিলা ব্রিজ এলাকায় এই অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, বেলা ১১টা পর্যন্ত তিনটি একতলা ভবন ও ২০টি টিনশেড ঘর ভেঙে দেওয়া হয়েছে।

এর আগে তিন দফায় নয় দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের প্রায় পনেরোশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।

আপনার মন্তব্য

আলোচিত