সিলেটটুডে ডেস্ক

০১ এপ্রিল, ২০১৯ ১৭:৪৬

আমবাগানে ধরা পড়ল নীলগাই

ছবি: প্রদীপ সাহা, সাপাহার, নওগাঁ

নওগাঁর পত্নীতলা উপজেলার হাট-শাওলী কানুপাড়া গ্রামের একটি আমবাগান থেকে ধরা পড়ল বিলুপ্তপ্রায় এক নীলগাই।

সোমবার ভোরে ওই প্রাণিটিকে বাগানে দেখতে পান গ্রামের এক ব্যক্তি। খবর পেয়ে প্রাণিটিকে দেখতে ছুটে আসেন গ্রামবাসী। পরে সবাই মিলে ধাওয়া করে প্রাণিটিকে ধরতে সক্ষম হন। বয়োজ্যেষ্ঠরা প্রাণিটিকে বনগরু বলে শনাক্ত করলেও প্রাণিসম্পদ কর্মকর্তা জানালেন এটি আসলে নীলগাই।

পত্নীতলা উপজেলার ভেটেরিনারি সার্জন (ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা) রফি ফয়সাল তালুকদার বলেন, ‘স্থানীয়দের কাছে বনগরু হিসেবে পরিচিত হরিণ আর গরুর মাঝামাঝি দেখতে উদ্ধার হওয়া প্রাণিটি আসলে বিলুপ্তপ্রায় নীলগাই। এটি একটি পুরুষ নীলগাই। এর গায়ের রং কিছুটা ছাই রঙের।’

এর আগে গত ২২ জানুয়ারি মান্দা উপজেলার জোতবাজার এলাকায় একটি পুরুষ নীলগাই ধরা পড়েছিল।

নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘একসময় পত্নীতলা, সাপাহার ও ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে এ ধরনের প্রাণির প্রায়ই দেখা মিলত। এখানকার লোকজনের কাছে এটি বনগরু হিসেবে পরিচিত। তবে এখন এই এলাকায় এই প্রাণির দেখা আর মেলে না। আমার ধারণা, দলছুট হয়ে ভারত থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশের ভেতরে চলে এসেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পশুটিকে উদ্ধার করে নির্মইল ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। প্রাণিটিকে বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষকের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত