সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৯ ১২:২০

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া আরও পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পু্লিশ। রাইটস যশোর নামে একটি এনজিওর সদস্যরা পরিবারের কাছে পৌঁছে দিতে তাদের গ্রহণ করেছে।

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।  

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, খুলনার মিজানুর রহমানের মেয়ে মিতানূর বেগম, হবিগঞ্জের আবু শহিদের মেয়ে আলিমা বিবি, আজগার আলীর মেয়ে হোসনে আক্তার, সিকন মিয়ার ছেলে ছাব্বির মিয়া ও মমিন খানের ছেলে আযম খান।

জানা যায়, সংসারে অভাব-অনটনের কারণে তিন বছর আগে এসব বাংলাদেশি নারী-পুরুষেরা ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত