সিলেটটুডে ডেস্ক

০৯ এপ্রিল, ২০১৯ ১২:২৬

বাঘাইছড়িতে ব্রাশফায়ারে আহত ভোট কর্মকর্তার মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারের ঘটনায় আহত একজন মারা গেছেন।

সোমবার মধ্য রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভোট কর্মকর্তা নিরু বিকাশ চাকমা (৫২) মারা গেছেন বলে স্বজনদের জানানো হয়।

নিরু বিকাশ চাকমার বাড়ি উপজেলার বাঘাইছড়ি গ্রামে। বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত নিরু কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন।

নিহত নিরু বিকাশ চাকমার ছোট ভাই নবজ্যোতি চাকমা জানান, ‘দাদা মারা যাওয়ার খবরটা আমাদের রাত ১২টার দিকে জানানো হয়েছে।’

প্রসঙ্গত, ১৮ মার্চ বাঘাইছড়িতে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল ও সরঞ্জাম নিয়ে গাড়িবহরে করে সদরে ফিরছিলেন নিরুসহ অন্য ভোট কর্মকর্তা ও আনসার সদস্যরা। গাড়িবহর উপজেলার রূপকারী ইউনিয়নের বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের বটতলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ভোট কর্মকর্তাসহ সাতজন নিহত ও অন্তত ২৩ জন আহত হন। ঘটনার পর গুরুতর আহত ১৪ জনকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরের দিন সাতজনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সাতজনের মধ্যে নিরু বিকাশ চাকমাও ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত