বেনাপোল প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৯ ১৫:৫১

বেনাপোলে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানির চেষ্টা

বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানির চেষ্টাকালে একটি চালান আটক করেছে কাস্টমস সদস্যরা।

বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বন্দরের একটি পণ্যাগারের সামনে থেকে বেনাপোল কাস্টমস হাউসের সদস্যরা এ চালানটি জব্দ করেন।

কাস্টমস সূত্র জানায়, পণ্য চালানটি ভারত থেকে আমদানির সময় প্যাকিং লিস্টে ২৫ কার্টনে মাত্র ৫০০ কেজি ফুড ফ্লেভার উল্লেখ করা হয়। কিন্তু পণ্য চালানটি আটকের পর দেখা যায় ঐ ট্রাকটিতে ২০০ কেজি কেমিক্যালসহ বিপুল পরিমাণ রেডিমেড গার্মেন্টস, শাড়ি, থ্রি-পিসসহ আমদানি নি‌ষিদ্ধ সিরিঞ্জ রয়েছে, যা থেকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।

পণ্য চালানটির সি অ্যান্ড এফ এজেন্ট ছিলেন বেনাপোলের মেসার্স আহাদ এন্টারপ্রাইজ। এ বিষয়ে কাস্টমস আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন জানান, আমদানিকারক ভারত থেকে মিথ্যা ঘোষণায় একটি পণ্য চালান বেনাপোল বন্দরে নিয়ে এসেছে। এমন সংবাদে কাস্টমস কর্মকর্তারা অভিযান চালিয়ে বন্দরের একটি পণ্যাগারের সামনে থেকে ট্রাকটি আটক করে। পরে ট্রাকটি থেকে ঘোষণা বহির্ভূত এসব পণ্য পাওয়া যায়।

আপনার মন্তব্য

আলোচিত