সিলেটটুডে ডেস্ক

০৪ জুন, ২০১৯ ১৩:০৮

টঙ্গীতে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের টহল টিমের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইসমাইল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার (৩ জুন) দিবাগত রাতে টঙ্গীর নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুজন সদস্য আহত হয়েছেন।

নিহত ইসমাইল ফরিদপুরের চাঁদহাট এলাকার প্রয়াত রাশেদ মোল্লার ছেলে।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, ইসমাইল একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে গোপালগঞ্জ থানায় একটি, রাজধানীর বনানী থানায় ১৪টি এবং ফরিদপুরের নগরকান্দা থানায় দুটিসহ মোট ১৭টি মাদকের মামলা রয়েছে।

র‌্যাবের আহত সদস্যরা হলেন কনস্টেবল জিতুল এবং এল এস এ হাবিব। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, টঙ্গীর নদীবন্দর এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এরপর র‌্যাবের টহল টিম সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন গুলিবিদ্ধ হয় ও তার সহযোগীরা পালিয়ে যায়।  
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইসমাইল হোসেনকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য

আলোচিত