সিলেটটুডে ডেস্ক

৩০ জুন, ২০১৯ ১১:৫২

বঙ্গোপসাগরে জাহাজ থেকে ছিটকে পড়েছে কনটেইনার

বঙ্গোপসাগরের ভাসানচরের অদূরে পানগাঁওমুখী একটি জাহাজ থেকে বেশ অনেকগুলো কনটেইনার সাগরে পড়ে গেছে।

রোববার সকাল ৮টা ২৫ মিনিটে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনালে যাওয়ার পথে আজ এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার জাহাজটির নাম এমভি গ্লাডিয়েটর। এটি চট্টগ্রাম-পানগাঁও নৌপথে কনটেইনার পরিবহনে নিয়োজিত।

বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. সেলিম জানান, উত্তাল ঢেউয়ের মুখে জাহাজটির ডেকের ওপরে থাকা কনটেইনারের বাঁধন ছিঁড়ে যায়। এতে ওপরে থাকা সব কনটেইনার পড়ে যায়। এই সংখ্যা ৪৩ বলে শোনা যাচ্ছে। পণ্যবাহী এসব কনটেইনার জোয়ারে আশপাশে ছড়িয়ে গেছে। এগুলো শনাক্তের চেষ্টা চলছে।

বন্দর কর্মকর্তারা জানান, জাহাজটিতে ৮৩টি কনটেইনার ছিল।

আপনার মন্তব্য

আলোচিত