শার্শা প্রতিনিধি

০৪ জুলাই, ২০১৯ ২১:৪৮

বেনাপোলে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বেনাপোলের ঐতিহ্যবাহী  পাটবাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নানা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে বেনাপোল ব্রহ্মচর্য হরিদাস ঠাকুরের পাটাড়ি আশ্রম থেকে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি বেনাপোল বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় ঘুরে পাটবাড়ি আশ্রমে এসে শেষ হয়।

রথযাত্রাটির নেতৃত্ব দেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি অফিসার গৌতম কুমার শীল, বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস, শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম-সম্পাদক সুকুমার দেবনাথ, বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তিপদ গাঙ্গুলি, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  উজ্জ্বল বিশ্বাস।

রথযাত্রার আয়োজক পাটবাড়ি যুব পরিষদের সভাপতি সুমন দেবনাথ, সম্পাদক গৌতম স্বর্ণকার সুষ্ঠুভাবে রথ উৎসব সম্পন্ন হওয়ায় প্রশাসন, সাংবাদিক ও স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান। উৎসব শেষে সকল ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত