সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০১৯ ১১:২৯

নোয়াখালীতে পিকআপ উল্টে ৪ শ্রমিক নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় নির্মাণশ্রমিকবাহী পিকআপ ভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

রোববার (২৮ জুলাই) সকাল পৌনে সাতটার দিকে শহরের সিংগার রোডের মাথায় ফেনী-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, ১২ জন শ্রমিক নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে পিকআপ ভ্যানে ফেনী থেকে চৌমুহনী চৌরাস্তার দিকে যাচ্ছিল। ওই সময় একটি রিকশা সিংগার রোড দিয়ে মূল রাস্তার দিকে আসছিল। হঠাৎ রিকশাটি পিকআপের সামনে পড়ে যায়। সেটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও তিন শ্রমিকের মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী বলেন, পিকআপ ভ্যানটিতে চালক, সহকারী, শ্রমিকসহ ১৪ জন ছিলেন। নিহত চারজন নির্মাণশ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হতাহত কারও পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত চারজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত