বেনাপোল প্রতিনিধি

২৯ জুলাই, ২০১৯ ১৫:১৯

চোরাকারবারিদের বোমার আঘাতে আহত বিজিবি সদস্যের মৃত্যু

শার্শার পাঁচ ভুলাট সীমান্তে চোরাকারবারিদের নিক্ষিপ্ত বোমায় গুরুতর আহত হাবিলদার মো. আকমল হোসেন (৫২) মারা গেছেন।

সোমবার (২৯ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে সিএমএইচের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি শার্শা উপজেলার পাঁচভুলট সীমান্তে টহলে নিয়োজিত ছিলেন (খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি)। যার ব্যাচ নম্বর-৫০০৩২।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং এক পুত্র সন্তান রেখে গিয়েছেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, হাবিলদার আকমল হোসেন ২৬ জুলাই রাত আনুমানিক ২টায় পাঁচ ভুলাট বিওপির একটি নিয়মিত টহল দলের অধিনায়ক হিসেবে সীমান্তের ১৭/৭ এস এর ৯৮ আর পিলারের কাছে চোরাচালান প্রতিরোধী টহলে নিয়োজিত ছিলেন। ওই সময়ে দুটি ভারী ব্যাগ হাতে দুজন ব্যক্তি এবং আরও কয়েকজন ব্যক্তি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকলে সন্দেহবশত টহল কমান্ডার হাবিলদার মো. আকমল হোসেন তাদেরকে থামার সংকেত দেন।

কিন্তু প্রথম ব্যক্তি না থেমে অকস্মাৎ তার হাতে থাকা ব্যাগটি সজোরে হাবিলদার আকমলের দিকে নিক্ষেপ করে দৌঁড়ে পালিয়ে গেলে ব্যাগে রক্ষিত হাতবোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এর ফলে বোমার স্প্লিন্টারের আঘাতে হাবিলদার আকমলের সমগ্র শরীর ক্ষতবিক্ষত হয়।

একটি স্প্লিন্টার তার বাঁ চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত করে মস্তিষ্কে ঢুকে যায়।

আশঙ্কাজনকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে অতি দ্রুত যশোর সিএমএইচ এ প্রেরণ করে।

২৭ জুলাই সকালে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারযোগে তাকে ঢাকা সিএমএইচ এ প্রেরণ করা হয়। সেখানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত