সিলেটটুডে ডেস্ক

১৩ আগস্ট, ২০১৯ ১৫:২৮

যমুনায় নৌকা ডুবে দুই নারীর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর প্রবল স্রোতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িপাড়ায় যমুনা নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দির মানিকদাইর গ্রামের প্রয়াত মনজের শেখের স্ত্রী আমেনা বেগম (৫৫) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পয়লাকান্দি গ্রামের ইউসুফ আলীর স্ত্রী জহুরা বেগম (৪০)।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নৌকা নিয়ে নিখোঁজদের খোঁজ করছেন।

সারিয়াকান্দি থানার এসআই সুব্রত, এসআই সাধক চন্দ্র রায় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইর যমুনা নদীর ঘাট থেকে অন্তত ১০০ যাত্রী নিয়ে শ্যালো নৌকা কালিতলা ঘাটের দিকে রওনা হয়। সাড়ে ১০টার দিকে নৌকাটি কাজলা ইউনিয়নের কুড়িপাড়ায় পৌঁছালে প্রবল স্রোতের মুখে পড়ে। এক পর্যায়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায় নৌকা। অধিকাংশ যাত্রী সাঁতরিয়ে তীরে ওঠেন। নিখোঁজ ৫ জনের মধ্যে আমেনা বেগম ও জহুরা বেগমের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। লাশ দুটি সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, নদীতে শুধু স্যান্ডেল ভাসতে দেখা যাচ্ছে। নিখোঁজ কাউকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত