সিলেটটুডে ডেস্ক

১৭ আগস্ট, ২০১৯ ১৩:৩৯

পাবনায় গণপিটুনিতে ২ ‘চরমপন্থি’ নিহত

পাবনার সাঁথিয়া উপজেলায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সদস্য।

শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জোড়গাছা গ্রামের শাহীন ওরফে হলকা শাহীন (৪৫) ও দারামুদা গ্রামের মাছির ওরফে কালু (৩৫)।

স্থানীয়দের বরাতে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মধ্যরাতে চারজন উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের সিদ্দিকের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতদল খালের পানিতে ঝাঁপ দেয়। পরে সেখান থেকে দুজনকে ধরে গণপিটুনি দেয় জনতা। বাকি দুজন পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাত তিনটার দিকে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে কয়েকটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত