সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫৪

খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় খবির উদ্দিন (৫০) নামে এই ডেঙ্গু রোগী মারা যান।

খবির উদ্দিনের (৫০) বাড়ি যশোরের অভয়নগর।

হাসপাতালের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ডেঙ্গু আক্রান্ত খবির উদ্দিনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি। সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

জেলার সিভিল সার্জন এএসএম আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এ বছর এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০ জন আর খুলনা জেলায় ১৩ জন মারা গেছেন।

তিনি বলেন, এ বছর এ পর্যন্ত খুলনায় ১২০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৯৯ জন।

আর খুলনা বিভাগে এ বছর এ পর্যন্ত ৬৯১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬২২ জন।

আপনার মন্তব্য

আলোচিত