বেনাপোল প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৯ ১৪:০৭

শার্শা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার

বেনাপোলের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে শার্শা শিকারপুর সীমান্ত থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে শিকারপুর সীমান্তের আনদুরপোতা মাঠে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, আটক ফেনসিডিল থানায় জমা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত