শার্শা প্রতিনিধি

১০ নভেম্বর, ২০১৯ ১৯:০১

ভারত সফরে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল

ভারতে টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ খেলতে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের ১৮ সদস্যের একটি প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্যরা ভারতে গেছেন।

রোববার (১০ নভেম্বর) বিকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে প্রবেশ করেন।

ভারতের আমন্ত্রণে তারা কলকাতায় যাচ্ছেন প্রীতি ম্যাচ খেলতে। কলকাতায় ১১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিকেট সিরিজ খেলায় জন্য ১৫ জন খেলোয়ার সহ টিম ম্যানেজার শামিম শেখ, হেড কোচ রাজু আহাম্মদ, প্রবল খান সহকারি কোচ, মোট ১৮ জনে একটি প্রতিবন্ধী দল খেলতে যায়। বাংলাদেশে পক্ষে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ভারতের পক্ষে পুলিয়ায় ক্রিকেট গ্রাউন্ড ক্লাব এ দুটি ক্লাবের প্রতিবন্ধী খেলোয়াড়রা এ খেলায় অংশগ্রহণ করবে।

দলের অধিনায়ক গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ জানান, বাংলাদেশি খেলোয়াড়রা ভাল খেলার মাধ্যমে জয় ছিনিয়ে এনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে তিনি আশা করেন।

আপনার মন্তব্য

আলোচিত