কুলাউড়া প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০১৮ ১৭:২২

যুক্তরাষ্ট্র থেকে এসে স্বামীর প্রচারণায় শাহিনপত্নী

মৌলভীবাজার-২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) আসনে মহাজোটের প্রার্থী (বিকল্পধারা) হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক সাংসদ এম এম শাহীন। তাঁর স্ত্রী সৈয়দা নাজনিন শাহীন যুক্তরাষ্ট্রপ্রবাসী। স্বামীর জন্য প্রচারণা চালাতে তিনি (নাজনিন) সম্প্রতি দেশে ছুটে এসেছেন। বিভিন্ন স্থানে গিয়ে উঠান বৈঠকে অংশ নিচ্ছেন। ভোটারদের কাছে ভোট চাইছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর একটার দিকে দেখা যায়, কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের একটি বাড়ির উঠানে নাজনিন বৈঠক করছেন। সামনে বসা ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ। তবে নারীদের সংখ্যাই বেশি। নাজনিন নিজেকে এম এম শাহীনের স্ত্রী পরিচয় দিয়ে কুশলাদি সেরে স্বামীর জন্য ভোট চান। এ সময় তিনি ভোটারদের হাতে নির্বাচনের প্রচারপত্রও বিলি করেন।

বৈঠক শেষে এ প্রতিবেদকের সঙ্গে নাজনিন শাহীনের কথা হয়। নাজনিন বললেন, তাঁদের এক ছেলে ও দুই মেয়ে। সন্তানেরা যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছে। তিনিও সেখানে থাকেন। এম এম শাহীন নির্বাচনে অংশ নেওয়ায় ১ ডিসেম্বর এক মাত্র ছেলে রাফিদ শাহীনকে নিয়ে দেশে ফিরেছেন।
স্বামীর জন্য ভোট চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দাম্পত্য জীবনে সুখে-দুঃখে এক জন তো আরেক জনের পাশে দাঁড়াবেই। কয় দিন আগে খুব অসুস্থ ছিলাম। অপারেশন (অস্ত্রোপচার) হয়েছিল। তখন তিনি (শাহীন) সার্বক্ষণিক পাশে ছিলেন। এখন বেশ সুস্থ। তাই, মা-ছেলে তাঁর পাশে এসে দাঁড়িয়েছি।’

কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামে শাহীনের বাড়ি। নাজনিন বলেন, ‘এখানকার অনেকের সঙ্গে আগে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। সবার সঙ্গে পরিচিত হচ্ছি। পাশাপাশি এ এলাকার পুত্রবধূ হিসেবে স্বামীর জন্য ভোটও চাচ্ছি। মানুষ বেশ সাড়া দিচ্ছেন। আজ আরও দুটি গ্রামে উঠান বৈঠক করব। এক এক করে উপজেলার ১৩ ইউনিয়নে যাব।’

উঠান বৈঠকে অংশ নেওয়া ভোটার রুবিনা আক্তার বলেন, ‘পুরুষ মানুষর সামনে আইয়া এইভাবে তো মাতা যায় না। তাইন (নাজনিন) আওয়ায় মন খুলি মাতলাম। তাইন ভোট চাইছইন। ভোট তো বড় আমানত। এইটা বুঝিশুনিই দিমু।’

আপনার মন্তব্য

আলোচিত