সিলেট টুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০১৫ ১৯:৩৭

খালেদা গ্রেপ্তার না হওয়ায় ওয়াক আউট করলেন স্বতন্ত্র সাংসদ নিক্সন

নাশকতার জন্য অবরোধ আহ্বানকারী খালেদা জিয়াকে দায়ী করে তাকে গ্রেপ্তার না করার প্রতিবাদে সংসদে ওয়াক আউট করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী, যিনি নিক্সন চৌধুরী নামে পরিচিত।

ফাইল ছবি



নাশকতার জন্য অবরোধ আহ্বানকারী খালেদা জিয়াকে দায়ী করে তাকে গ্রেপ্তার না করার প্রতিবাদে সংসদে ওয়াক আউট করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী, যিনি নিক্সন চৌধুরী নামে পরিচিত।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বেসরকারি দিবসে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন রেখেই ওয়াক আউট করেন আওয়ামী লীগ সংসদ সদস্য নূরে আলম চৌধুরীর এই ভাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই ও বোনের ছেলে নিক্সন দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহকে হারিয়ে বিজয়ী হন।

অবরোধে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে গ্রেপ্তারের জন্য শেখ ফজলুল করিম সেলিমসহ আওয়ামী লীগ সংসদ সদস্যরা দাবি তোলার পর একই দাবিতে নিক্সন চৌধুরী ওয়াক আউট করলেন।

আওয়ামী লীগ সংসদ সদস্যদের দাবির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে গাড়ি পুড়িয়ে হত্যার ঘটনার ‘হুকুমের আসামি’ করা যুক্তিযুক্ত।

বৃহস্পতিবার নিক্সনের ওয়াক আউটের সময় সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশন কক্ষে ছিলেন না।

নিক্সন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, “আমি জানতে চাই- দেশের এ অবস্থায় মানুষকে যারা পুড়িয়ে মারছে, যার হুকুমে মারছে, কেন সে আসামি, যাকে আমরা টিভিতে দেখেছি হুকুম দিয়েছে, অবরোধ করেছে, সে নেতাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এ প্রশ্ন রেখে আমি ওয়াক আউট করলাম।”

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওয়াক আউট করেন তিনি।

এ পরিস্থিতিতে খানিকক্ষণ চুপ থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ বিষয়ে জবাব দেওয়ার জন্য আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে।

প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “সংসদ সদস্য যে প্রশ্ন রেখেছেন যথার্থই বলেছেন। আমাদের সিস্টেম অনুযায়ী, আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

আপনার মন্তব্য

আলোচিত