সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০২০ ০০:৩৮

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতার প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের দাবি তোলার ধৃষ্টতার প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সচেতন নাগরিক সমাজ আয়োজিত এ প্রতিবাদ সভায় ভাস্কর্য অপসারণ দাবি করা বক্তা ও সংশ্লিষ্ট নেতৃত্বকে গ্রেপ্তারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধুসহ জাতির সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলা-উপজেলায় স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

প্রতিবাদ সভার সমন্বয়ক নাট্যকার ও সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় কমিউনিটি অ্যাকটিভিস্ট মুজাহিদ আনসারী বলেন, ‘আমরা লালনের ভাস্কর্য, হাইকোর্টের সামনের ভাস্কর্য ও সনাতন ধর্মের মূর্তি ভাঙার প্রতিবাদ করেছি। সরকার কোনো কর্ণপাত না করে মৌলবাদীদের আশকারা দিয়েছে। তাই এখন এসব ধর্মান্ধ জাতির জনকের ভাস্কর্য অপসারণের দাবি তোলার মতো স্পর্ধা দেখাতে পেরেছে। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। বঙ্গবন্ধুসহ জাতির সূর্য সন্তানদের ভাস্কর্য দেশের প্রতিটি জেলা-উপজেলায় স্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দলের নয়। তিনি আমাদের কলিজা। এই কলিজা নিয়ে কথা বললে আমরা বসে থাকব না।’

নিউইয়র্ক প্রজন্ম ৭১-এর সভাপতি শিবলী সাদিক বলেন, ‘এসব কাঠমোল্লাদের আস্ফালন দিন দিন বেড়ে চলেছে। তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের এখনই রুখে না দিলে তারা দেশটাকে পাকিস্তান-আফগানিস্তান বানিয়ে ছাড়বে।’

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ক্লাব ইউএসএর সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দার, গোলাম কিবরিয়া, বিভাস মল্লিক প্রমুখ। এতে সংহতি জানান কমিউনিটি অ্যাকটিভিস্ট ইয়াসমিন ফাত্তাহ, গোলাম হোসেন, মহানগর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সহসভাপতি এম উদ্দিন আলমগীর, সাংবাদিক আবদুল হামিদ ও শাহ জে চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত