সিলেটটুডে ডেস্ক

২০ মে, ২০২৩ ১৩:০৩

কানাডার টরন্টোতে বসবাসরত সিলেটবাসীর মিলনমেলা ২৫ জুন

কানাডার টরন্টোতে বসবাসরত সিলেটবাসীর বনভোজন আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে।

বনভোজনের আয়োজন করেছে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন (জিটিএ ইনক)।

২৫ জুন রোববার ৩৯০ মর্নিং সাইড অ্যাভিনিউয়ের ১, ৪, ৫ ও ৭ নম্বর স্পটে এই বনভোজন অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

বনভোজন বাস্তবায়ন কমিটির আহবায়ক কামরুল হাসান সাহান জানান, বৃহত্তর টরন্টোতে বসবাসরত সিলেট বিভাগবাসীর জন্যে দিনব্যাপী এই আয়োজনে থাকছে খেলাধুলা, সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা, হরেক রকমের খাবারের স্টল এবং র‍্যাফেল ড্রতে পুরস্কার জেতার সুযোগ।

বনভোজনে টরন্টোতে বসবাসরত সিলেট বিভাগের সকলকে স্বপরিবার আমন্ত্রণ জানানো হয়েছে।

বনভোজন বাস্তবায়ন কমিটির অন্য সদস্যরা হলেন এম আর আজিজ, শাকিল খান, মাশরুল হোসেন রিপন, ফুজেল আহমদ, সুমন আহমদ, সাইফুল মিয়া তাজুল, রেহান উদ্দিন, মুস্তাফিজুর রহমান জুয়েল, আব্দুল হালিম, লাভলু আহমদ, সোহেল মিয়া, সেলিম আহমদ, ইউনুছুর রহমান সোহেল, সুফিয়ান সিদ্দিক জনি, মাহিন মোহাম্মদ শাহরিয়ার।

বনভোজনে নাম তালিকাভুক্ত করতে আয়োজকদের সঙ্গে অথবা ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন (জিটিএ ইনক)-এর আহবায়ক আখলাক হোসেন (ফোন নাম্বার ৪১৪-৪২০-৪৬৯৮) এবং অথবা সদস্য সচিব মাহবুবুল ইসলামের (ফোন নাম্বার ৬৪৭-৮৩০-১৮৯০) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত