সিলেটটুডে ডেস্ক

১১ আগস্ট, ২০২৪ ২৩:২৪

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কানাডায় বিক্ষোভ

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কানাডার মনিটবায় বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় শনিবার দুপুরে মনিটবার উিনিপ্যাগে অনুষ্ঠিত এই বিক্ষোভ কয়েক শ’ প্রবাসী অংশ নেন। এসময় ‘উই ওয়ান্ট জাস্টিস,’ ‘সেভ হিন্দুস ইন বাংলাদেশ’ ‘সেভ মাইনোরিটি, সেভ মাইনোরিটি’ এমন শ্লোগান দিতে থাকেন বিক্ষোভ কারীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে রাজণেিাতক পটপরিবর্তনসহ কোন ঘটনা ঘটলেই হিন্দুদের উপর হামলা করা হয়। তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এটা খুবই অন্যায়। স্বাধীনতার পর থেকেই এমনটি ঘটে চলছে।

বক্তারা বলেন, দেশে আমাদের পরিবারের সদস্যরা রয়েছেন। তারা আতংকে রাতে ঘুমাতে পারছেন না। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই।

হিন্দুরা রাজনৈতিক টার্ম হতে চান না জানিয়ে বক্তারা বলেন, দেশে সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক হামলাগুলোর বিচার করতে হবে।

সবশেষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত