০৩ আগস্ট, ২০২৫ ১৭:৪৭
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দল।
শুক্রবার (১ আগস্ট) বিকাল ৪টায় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের দপ্তরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট, মানবাধিকার লঙ্ঘন, এবং গণতন্ত্রহীন পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে তারা এই স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে সম্প্রতি ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়, যেখানে ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উসকানিমূলক কর্মসূচিকে কেন্দ্র করে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ৪ জন নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করা হয়।
এতে বলা হয়, এই সংঘর্ষের মূল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সমাধিসৌধ ধ্বংসের প্রচেষ্টা—যা স্বাধীনতা যুদ্ধ ও ইতিহাসের বিরুদ্ধে এক গুরুতর অবমাননা।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, প্রখ্যাত রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক ব্যক্তিদের বিরুদ্ধে ভিত্তিহীন হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হচ্ছে; দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও এক প্রাক্তন প্রধান বিচারপতিকে প্রকাশ্যে হেনস্তা করে গ্রেপ্তার করা হয়েছে; দেশে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে; এবং জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তা বেড়ে যাওয়ায় আঞ্চলিক শান্তি হুমকির মুখে পড়েছে।
মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন হৃদয়ে একাত্তরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সৈয়দ বদরুল আহসান, আলিমুজ জামান, ধনঞ্জয় পাল, গোলাম রসুল খান এবং শাহ জন্নাত সুলতানা রুমি হক।
প্রতিনিধি দল ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানায়, তারা যেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আরও দৃঢ় ভূমিকা গ্রহণ করে।
আপনার মন্তব্য