সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০২৫ ১২:২৯

নিউক্যাসলে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

যুক্তরাজ্যের উত্তর-পূর্ব ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো নর্থইস্ট ব্রাদার্স গ্রুপের বার্ষিক বারবিকিউ পার্টি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিউক্যাসলের নানস মোর পার্কে বিভিন্ন ধরণের মজাদার আয়োজনের মধ্য দিয়ে দিনটি আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত করেন তারা।

নর্থইস্ট ব্রাদার্স গ্রুপ এর দ্বিতীয় বার্ষিক বার্বিকিউ পার্টিতে অংশ নিয়েছেন নিউক্যাসল, সান্ডারল্যান্ড, ডার্লিংটন, সাউথ শিল্ড, নর্থ টাইনসাইড, হার্টলিপুল, লিডসসহ উত্তর-পূর্ব ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা ৩ শতাধিক প্রবাসী।

সকাল থেকেই ছিল এক আনন্দঘন পরিবেশ। আড্ডা, আর স্মৃতিচারণায় মুখরিত হয়ে উঠেছিল পার্ক।

এই আয়োজনে ছিল সুস্বাদু বারবিকিউ, খেলাধুলা ও নানা বিনোদনমূলক আয়োজন।

মিলনমেলার অন্যতম আয়োজক আল-আমিন বলেন, অনেক দিন পর একসাথে সবাইকে দেখে খুবই ভালো লাগছে। সময়ের অভাবে আমাদের নিয়মিত দেখা হয় না। কিন্তু আজকের দিনটায় আমরা সবাই একত্রিত হতে পেরেছি দেখে খুবই ভালো লাগছে। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চভাবে ভালোভাবে সবকিছু আয়োজন করার। আমরা চাই প্রতিটি বছর এই আয়োজন ভিন্ন ভিন্ন শহরে হোক। এই বছর নিউক্যাসলে হলো এবং আগামী বছর সাউথ শিল্ডসে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্ম শুধু বন্ধুত্ব নয়, বরং কমিউনিটির মধ্যে সহযোগিতা ও একে অপরকে জানার সুযোগ তৈরি করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আরও অধিক সংখ্যক প্রবাসী ভাই-বন্ধুদের নিয়ে আয়োজন করার প্রত্যাশা করেন তিনি।

দিনের শুরুতে ফুটবল, ভলিবল ও দড়ি টানাটানি খেলার আয়োজন করা হয়। ফুটবলে নিউক্যাসল, ভলিবলে নর্থ টাইনসাইড ও দড়ি টানাটানিতে সাউথ শিল্ডস বিজয়ী হয়।

খেলাধুলার পর্ব শেষে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। এরপরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলার পরিসমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত