মন্ট্রিয়ল থেকে সিবিএনএ

১৬ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:৪৫

একুশ আমদেরকে আত্মপরিচয়ের সন্ধান দেয়

একুশের শহীদরা আমাদেরকে আত্মপরিচয়ের সন্ধান দিয়েছে। ভাষা আন্দোলন ছিলো আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রাথমিক ধাপ। একুশের বহুমাত্রিক তাৎপর্যকে সঠিকভাবে উপলব্ধি ও অনুসরণ করতে পারলে আমাদের জাতি সঠিক পথে এগুতে পারবে এবং শহীদদের রক্তদান সার্থক হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৬ উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি রোববার বিকালে মন্ট্রিয়ল নগরীর ৬৭৬৭ কোট দ্য নেইজ (কক্ষ নং ৪০১-৫) মিলনায়তনে ভিএজি,বি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।  

ভিএজি,বি আহবায়ক শাহ মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে ভাষা শহীদদের স্মরণে ও ১৯৮৩ সনের ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায় অংশগ্রহণ করেন অধ্যাপক আবুল আলম, ড. কুদরাত-ই-খোদা, ড. সৈয়দ জাহিদ হোসেন, এডভোকেট শহীদুল ইসলাম খান, জিয়াউল হক জিয়া, শামীম ওয়াহিদ, বাবলা দেব, শামসসাদ আরা রানা, জিনাত ফারাহ নাজ, বাবু দিলীপ কর্মকার, অধ্যাপক বিদ্যুৎ ভৌমিক, ড. মহিউদ্দিন তালুকদার, ড. শোয়েব সাঈদ, অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, আরিয়ান হক, শফিক-উর-রহমান, পুষ্পিতা দেব, মুনমুন দেব, আনোয়ার হোসেন চৌধুরী, জাহাঙ্গীর আলম, মাসুম আনাম, মো. সিদ্দিক, নাহিদা আক্তার, অলক চন্দ্র সিংহ প্রমুখ।

আলোচনা  শেষে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’, ‘ও আমার এই বাংলা ভাষা’, ‘আমি বাংলার গান গাই’ ‘ওরা আমার মায়ের ভাষা কাইড়া নিতে চায়’ ‘আমার সোনার বাংলা’ প্রভৃতি সঙ্গীত পরিবেশন করেন পুষ্পিতা দেব, মুনমুন দেব, জিনাত ফারাহ নাজ, আরিয়ান হক ও জাহাঙ্গীর আলম এবং কবিতা পাঠ করেন শামসাদ আরা রানা।

আপনার মন্তব্য

আলোচিত