মাঈনুল ইসলাম নাসিম

১৭ জুলাই, ২০১৬ ১৩:১৮

সাংগঠনিক সফরে ঢাকায় আয়েবা মহাসচিব

ইউরোপ ভিত্তিক আন্তঃদেশীয় কমিউনিটি অর্গানাইজেশন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র সেক্রেটারি জেনারেল কাজী এনায়েত উল্লাহ ৫ দিনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সফরকালে তাঁর নেতৃত্বে আয়েবা’র একটি প্রতিনিধি দল ১৭-১৯ জুলাই বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রভাবশালী মন্ত্রীদের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

আয়েবা’র ব্যবস্থাপনায় আগামী ১৯-২০ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য প্রবাসী ‘বিশ্ব মহাসম্মেলন’ ১ম বাংলাদেশ গ্লোবাল সামিট সহ সংগঠনের বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা হবে বৈঠকগুলোতে।

 
আয়েবা মহাসচিবের সাথে ঢাকায় সরকারী-বেসরকারি একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বৈঠকের কর্মসূচী নির্ধারিত রয়েছে, যাতে যথারীতি গুরুত্ব পাবে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট জরুরী বিষয়াদি। ২০ জুলাই রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মিট দ্য প্রেস’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ঢাকায় অবস্থানরত আয়েবা নেতৃবৃন্দ। বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম)-এর কারিগরি সহযোগিতায় বুধবার সকাল ১১টায় উক্ত ‘মিট দ্য প্রেস’ আয়োজন করেছে আয়েবা।
 
ইউরোপ ভিত্তিক সংগঠন হলেও বিশ্বায়নের এই যুগে আয়েবা কর্তৃক নিজস্ব সাংগঠনিক কর্মসূচীকে বিশ্বব্যাপী ঢেলে সাজানোর পাশাপাশি ১ম গ্লোবাল সামিটের ভেন্যু হিসেবে কুয়ালালামপুরকে বেছে নেয়ার প্রেক্ষাপট এবং ইউরোপ জুড়ে বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় ব্রাসেলসে ইইউ সদর দফতরে আয়েবার সাম্প্রতিক কর্মসূচীর সফলতা সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ একাধারে ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট এবং প্যারিস-ঢাকা ভিত্তিক বাংলাদেশ বিজনেস কনসালিটিং (বিবিসি)’র ডিরেক্টর জেনারেল। ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় এই বাংলাদেশী মেইনস্ট্রিম ব্যবসায়ী ১৯৭৮ সাল থেকে প্যারিসে বসবাস করছেন।

আপনার মন্তব্য

আলোচিত