যুক্তরাজ্য সংবাদদাতা

২৫ জুলাই, ২০১৬ ২১:৩৩

‘জাগো বাঙালি’ আসছে

জাগো বাঙালি; বাঙালি জেগেছে বায়ান্নয়, বাঙালি জেগেছে একাত্তরে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে বাঙালি জেগেছে বারবার। দেশ গড়ার প্রত্যয়ে, দেশের অগ্রযাত্রায় বাঙালি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশে-বিদেশে। দেশের অর্থনীতিতে প্রবাসী বাঙালিরা রেখে যাচ্ছেন অসামান্য অবদান। প্রবাসে থেকেও প্রবাসীরা দেশকে ধারণ করেন চিন্তায়-চেতনায়। দেশের প্রতিটি অর্জনে প্রবাসীরা যেমন উদ্বেলিত হন, তেমনি ব্যথিত হন দেশে সংগঠিত নানান নেতিবাচক কর্মকাণ্ডে। প্রতিবাদ মুখর হয়ে উঠেন রাজনৈতিক সহিংসতা, খুন, ধর্ষণ, সাম্প্রদায়িক নির্যাতন, দুর্নীতি, জঙ্গিবাদের বিরুদ্ধে।

শতমুখের প্রতিবাদকে একটি প্লাটফর্মে নিয়ে আসার উদ্দেশে নির্মিত হচ্ছে টিভি অনুষ্ঠান ‘জাগো বাঙালি’।

জুয়েল রাজের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলা টিভিতে।

বাংলা টিভির হেড অব নিউজ মিলটন রহমানের পরিচালনায়,  অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানতে ব্রিটেনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলা টিভি গত  বৃহস্পতিবার এক মতবিনিময় সভার  আয়োজন করে।

মতবিনিময় সভায়  উপস্থিত চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমদ চৌধুরী ফয়সল বললেন, নামকরণের সাথে এগিয়ে গেলে এই অনুষ্ঠান দর্শকপ্রিয় হবে।

চ্যানেল-এস এর বার্তা সম্পাদক কামাল মেহেদী বলেন, অনুষ্ঠানের নামের সাথে বিষয় বৈচিত্র্যের সমন্বয় ঘটানো সম্ভব হলে এই অনুষ্ঠানের মাধ্যমে চেতনা জাগানো সম্ভব হবে।  

জনমত পত্রিকার বার্তা সম্পাদক মুসলেহ উদ্দিন আহমদ, দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ সহ মতবিনিময়ে উপস্থিত বিজ্ঞজনরাও বললেন অনুষ্ঠানের নীতিগত বিষয় ঠিক থাকলে দর্শক প্রিয় হবে।  

জাগো বাঙালি অনুষ্ঠানে প্রযোজক ও বাংলা টিভির সিইও এবং উপস্থাপক সকলের মতামত শুনার পর কথা দিলেন তারা সাংবাদিকদের পরামর্শকে কাজে লাগিয়ে অনুষ্ঠানটি এগিয়ে নেবেন।

বাংলা টিভি  সিইও মুনাওয়ার মইনুল ইসলাম বলেন, অনুষ্ঠানটি কে আমরা বিশ্ব বাঙালির অনুষ্ঠান হিসাবে নির্মাণ করতে চাই, নতুন প্রজন্মকে বাংলাদেশের সাথে পরিচিত করতে চাই আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য দিয়ে।

জাগো বাঙালি নিয়ে  মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দর্পণ সম্পাদক রহমত আলী, এটিএন বাংলা প্রতিবেদক মোস্তাক বাবুল, প্রথম আলো প্রতিবেদক তবারুকুল ইসলাম, ইউকেবিডি নিউজ সম্পাদক সোয়েব কবির, এসএ টিভি প্রতিবেদক হেফাজুল করিম রাকিবসহ বাংলা মিডিয়ার সাংবাদিকরা।

আপনার মন্তব্য

আলোচিত