লন্ডন প্রতিনিধি

০৪ আগস্ট, ২০১৬ ২০:৪৮

ব্রিটেনে অবৈধ অভিবাসীর সংখ্যা ১০ লাখ

ইমিগ্রেশন ইস্যুতে ব্রিটেন ইউরোপ থেকে বিভক্ত। দিন দিন কঠিনতর হচ্ছে ব্রিটেনের ইমিগ্রেশন নীতিমালা।

এতোকিছুর পরও ব্রিটেনে ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে বলে জানিয়েছেন দেশটির সীমান্তরক্ষা বাহিনী বর্ডার এজেন্সি’র সাবেক প্রধান রব হোয়াইটম্যান। যা অনুমানের চেয়ে ৩ গুণ বেশি। এমন তথ্য জানিয়ে এই বিপুল সংখ্যক অভিবাসীকে বের করে দেয়ার সক্ষমতা সরকারের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক এই কর্মকর্তা।

তিনি মনে করেন, এতো অবৈধ অভিবাসীকে সামলাতে যে সম্পদ এবং রাজনৈতিক সামর্থ্য থাকা উচিৎ তা ব্রিটেন সরকারের নেই।

তার এমন মন্তব্যে প্রশ্নের মুখে পড়েছে ব্রিটেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তেরেসা মে’র অভিবাসন নীতি। সীমান্ত সুরক্ষিত করতে তেরেসা যথেষ্ট পদক্ষেপ নিয়েছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ দ্বীপদেশ ব্রিটেনের ৭ হাজার মাইল সমুদ্রতীর পাহারা দিচ্ছে মাত্র ৩টি পেট্রোল বোট।

ব্রিটেনের সমুদ্র সীমার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয় বলে গতকাল এক রিপোর্ট প্রকাশ করে ব্রিটিশ সাংসদদের একটি বিশেষ কমিটি। এজন্য স্বল্পমাত্রার টহলের বদলে বরং ছোট বন্দরগুলোর নিরাপত্তার স্বার্থে যুদ্ধ জাহাজ মোতায়েনের সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে।

আপনার মন্তব্য

আলোচিত