মাঈনুল ইসলাম নাসিম

১০ আগস্ট, ২০১৬ ০৯:০২

বাংলাদেশ গ্লোবাল সামিট উপলক্ষে ইউরোপ-আমেরিকা মেলবন্ধন

চলতি বছর ১৯-২০ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য প্রবাসী বাংলাদেশীদের বিশ্ব মহাসম্মেলন ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন বিভিন্ন পেশায় সুপ্রতিষ্ঠিত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীরা।

সামিটের আয়োজক সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র তরফ থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে কুয়ালালামপুরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে। তারই অংশ হিসেবে লাস ভেগাস, লস এঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ডালাস ও হিউস্টনের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সাথে ১০-২৪ আগস্ট বিশেষ মত বিনিময় সভায় মিলিত হবেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

‘মিট দ্য কমিউনিটি’ শীর্ষক উক্ত মত বিনিময় সভাগুলোতে বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশী ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, শিক্ষাবিদ, গবেষক, ব্যবসায়ী, ফাইনান্সিয়াল এক্সপার্ট, আইটি স্পেশালিস্ট, শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক সহ কমিউনিটি এক্টিভিস্টরা যোগ দেবেন।

বাংলাদেশ গ্লোবাল সামিটকে সফল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনায়ও অংশ নেবেন তাঁরা। ‘বাংলাদেশ কমিউনিটি ইন লাস ভেগাস’-এর ব্যবস্থাপনায় ১০ আগস্ট লাস ভেগাসের স্থানীয় বাংলাদেশীদের সাথে আয়েবা মহাসচিবের মত বিনিময়ের মধ্য দিয়ে শুরু হবে ইউরোপ-আমেরিকা মেলবন্ধন মিশন। লস এঞ্জেলসে ১৩ আগস্ট স্থানীয় ‘বৈশাখী মেলা উদযাপন কমিটি’ এবং ১৪ আগস্ট ইউএস বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে বৈঠক করবেন কাজী এনায়েত উল্লাহ।

২০ আগস্ট সান ফ্রান্সিসকোতে ‘মিট দ্য কমিউনিটি’র যৌথ আয়োজনে রয়েছে আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট (সিলিকন ভেলি চাপ্টার), ইউ-এস বাংলাদেশ টেকনোলজি এসোসিয়েশন এবং ‘চেঞ্জ বাংলাদেশ’।

ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় ২২ আগস্ট ডালাসে এবং ২৩ আগস্ট হিউস্টনেও একই অনুষ্ঠানের কর্মসূচী নির্ধারিত রয়েছে।

প্রবাসী সংবাদ প্রবাহ ‘নিউজ এনআরবি’র মিডিয়াটিক কো-অর্ডিনেশনে এবং নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব হাকিকুল ইসলাম খোকনের সহযোগিতায় লাস ভেগাস, লস এঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ডালাস ও হিউস্টনে উপরোক্ত সকল কর্মসূচীর প্রধান সমন্বয়কারীর দায়িত্বে আছেন ইউ-এস বাংলাদেশ টেকনোলজি এসোসিয়েশনের প্রেসিডেন্ট আটলান্টা প্রবাসী তথ্য প্রযুক্তিবিদ ড. সাইফুল খন্দকার।

আপনার মন্তব্য

আলোচিত