সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৫

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য ই-ভিসা সিস্টেম চালু করেছে দেশটির সরকার। এখন থেকে ভিসার আবেদন বাংলাদেশে বসবাসকারী নাগরিকরা ইন্টারনেটে বসেই করতে পারবেন। ইন্টারনেটেই ভিসা পাবেন আবেদনকারীরা। এ তথ্য জানানো হয়েছে মালয়েশিয়া সরকারের ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে।

ওয়েবসাইটে বলা হয় ই-ভিসা সুবিধার আওতায় বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। ই-ভিসায় আবেদনকারীকে ৩০ দিনের ভ্রমণ ভিসা দেওয়া হবে। ভিসা আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইট থেকে সাইন আপ করতে হবে।ই-ভিসার আবেদন করতে পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের প্রথম পাতার স্ক্যান কপি, বিমানের রিটার্ন টিকেট, ভ্রমণের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ইত্যাদি) এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য জন্মসনদ প্রয়োজন হবে।

আবেদন প্রক্রিয়া শেষে ভিসা কনস্যুলেট তা অনুমোদন করবে। ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। প্রয়োজনে ডাকা হতে পারে মালয়েশিয়া দূতাবাসে। ভিসা অনুমোদিত হলে ই-মেইলে জানানো হবে। তখন ভিসাটি প্রিন্ট করে রাখতে হবে ইমিগ্রেশনে প্রদর্শনের জন্য।

ই-ভিসার জন্য আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: www.windowmalaysia.my

আপনার মন্তব্য

আলোচিত