সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২৪

আবারও বাংলাদেশি শ্রমিকদের ওপর কুয়েতের নিষেধাজ্ঞা

বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত।

স্থানীয় সময় বুধবার কুয়েত টাইমসের এক প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিটিজেনশিপ অ্যান্ড পাসপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি অ্যা সিসটেন্ট শেখ মাজেন আল-জারা আল-সাবাহ সোমবার এই ঘোষণা দেন।

বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণ নিয়ে তিনি বলেন, গত সপ্তাহেই কুয়েতে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা দু্ই লাখ ছাড়িয়ে গেছে।

২০০৭ সালে কিছু অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশি শ্রমিকদের নেওয়া বন্ধ করে দেয় কুয়েত। অবশেষে ২০১৪ সালে আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নিতে শুরু করে দেশটি।

কুয়েত টাইমস জানায়, নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হবে কি না, কিংবা নতুন কোনো শর্ত দেওয়া হবে কি না সেসব বিষয়ে কিছুই জানাননি শেখ মাজেন।

আপনার মন্তব্য

আলোচিত