সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩৬

শেখ হাসিনা আজ বিশ্বজয়ী নন্দিত নেত্রী : এম. এ. গনি

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. গনি বলেছেন, দেশ-উপমহাদেশ -এশিয়া এর সীমানা পেরিয়ে জাতির জনকের কন্যা শেখ হাসিনা আজ বিশ্বজয়ী নন্দিত নেত্রী। একের পর এক পুরস্কার প্রাপ্তি আমাদের গর্ব। শেখ হাসিনার অনন্য কীর্তির স্বীকৃতি। আগামী দিনে ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে প্রবাসের জাতির জনক শেখ মুজিব এর আদর্শের ও শেখ হাসিনার বিশ্বস্ত সকল সৈনিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা "প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন " ও  "এজেন্ট অব চেঞ্জ " এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর " ICT  Award For Development " পুরষ্কার প্রাপ্তিটিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ লন্ডনের আয়োজনে  ২৭ সেপ্টেম্বর "BLue Moon " হলে আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।  

এ সময়ে তিনি আরো বলেন, শেখ হাসিনার যোগ্য পুত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য ভূমিকার জন্য পুরস্কার অর্জন করেছেন আন্তর্জাতিক সংস্থা থেকে। প্রবাসে বিএনপি জামায়েতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ- সভাপতি আবুল হাশেম বলেন, ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে মুজিব আদর্শের সৈনিকদের লোভ লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় এম, এ, গনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উল্লাহ, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের আখতার হোসেন আতা, বেলজিয়াম আওয়ামী লীগের শহিদুল হক, পর্তুগালের মহসিন হাবিব ভূঁইয়া, স্পেনে এস. আই. রবিন, রিজভী আলম, জাকির হোসেন ডেনমার্কের জাহাঙ্গীর আলম, ইটালির রায়হান হাবিব, সুইডেনের আরেফ মাহবুব বেলজিয়ামের এম. মোর্শেদ প্রমুখ। ইউরোপের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত