সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৬ ১৮:৫৫

বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউইয়র্কের বাসভবন ট্রাম্প টাওয়ারের সম্মুখে বাংলাদেশে চলমান সহিংসতা এবং সংখ্যালঘু সহ আদিবাসী ও নৃতাত্ত্বিক সম্প্রদায়ের উপর অত্যাচারের প্রতিবাদে প্রতীকী সমাবেশ করা হয়েছে।

জাস্টিস ফর হিন্দুজের ডাকে সংহতি প্রকাশ করেন ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসির প্রেসিডেন্ট মেন্দি সাহাদি।

এছাড়া সংহতি প্রকাশ করেন নিউইয়র্ক ও নিউজার্সির বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু বিকাশ দত্ত।

তিনি আগামী ১১ ডিসেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউজের সামনে সমাবেশে সবাইকে অংশ গ্রহণের আমন্ত্রণ জানান।

মানবাধিকার নেতা শীতাংশু গুহ নবনির্বাচিত প্রেসিডেন্টকে বাংলাদেশের নির্যাতিত মাইনরিটিদের সমস্যা নিরসনে উদ্যোগের আহবান জানান।

সম্মিলিত পূজা পুনর্মিলনীর আহ্বায়ক নির্মল ভজন সরকার বলেন, আমরা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বিচার চাই । এছাড়াও বক্তব্য রাখেন পূজা সমিতির চন্দন সেনগুপ্ত; বিষ্ণু গোপ; অমিত ঘোষ; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্যামল কর, সামু রুদ্র;  জ্যামাইকা হিন্দু কমিউনিটির নেতা প্রিয়তোষ দে।

এছাড়াও উপস্থিত ছিলেন মনি সাহা, প্রবীর সাহা, সামু রুদ্র, অজিত সাহা, শিখা সাহা, ঝুমা সেন, পূর্ণা তালুকদার, গৌতম সেন, রূপক আচার্য, ভজন রায়, প্রিয়তোষ সাহা, ডা: পুজা সাহানি, সহদেব তালুকদার, সমর রায়, প্রদীপ সেন, তপন সুত্রধর ও বিজয় কৃষ্ণ পাল ও ইরা পাল। সমাবেশে সমাপ্তি বক্তব্য রাখেন জাস্টিস ফর হিন্দুজের সভাপতি ভিনসেন্ট ব্রুনো।

আপনার মন্তব্য

আলোচিত