সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৭ ২১:০১

মালয়েশিয়ায় পাহাড় ধ্বসে বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার হাইল্যান্ডসে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধ্বসে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোর ৩টার দিকে ক্যামেরন হাইল্যান্ডসের কুয়ালা টেরলা এলাকায় পাহাড় ধসে নিহত হন তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মালয়েশিয়ার জাতীয় দৈনিক দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নিহত বাংলাদেশির নাম মো. বেলাল মিধা (২৮)। হাইল্যান্ডসে আত্মীয়র বাসায় বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন বেলাল। একটি বাগানে তার আত্মীয় মালির কাজ করতেন।

ক্যামেরন হাইল্যান্ডসের উপ-পুলিশ সুপার হাসাদিদ এ হামিদ জানান, ভূমি ধ্বসে পাহাড়ের পাশের একটি অস্থায়ী ঘর চাপা পড়েছে। এতে একজন নিহত ও আরো এক বাংলাদেশি আহত হয়েছেন। টানা ও ভারি বৃষ্টিপাতের কারণে ভোর ৩টার দিকে ওই ভূমি ধ্বসের ঘটনা ঘটেছে। আহত বাংলাদেশি ঘরের নিচ থেকে বের হতে সক্ষম হয়েছেন। পরে স্থানীয়রা বেলালের মরদেহ চাপা পড়া ঘরের নিচ থেকে উদ্ধার করা হয়।

ময়না তদন্তের জন্য বেলালের মরদেহ সুলতানাহ হাজ্জাহ কলসম হাসপাতালে নেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত