যুক্তরাজ্য প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৫৫

লন্ডনে শিমুল হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

সাংবাদিক হত্যাকাণ্ড, রাজনৈতিক মতাদর্শ দিয়ে নয়, অপরাধ হিসাবে বিবেচনা করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে। বিচারের বানী যেন নিভৃতে না কাঁদে। সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের প্রতিবাদের সাংবাদিকরা এমন বক্তব্য রাখেন।

সাংবাদিক শিমুল হত্যাকারী যে রাজনৈতিক দলেরই হোক না কেন, সেটা বিবেচ্য বিষয় নয়। একজন খুনি হিসাবে তাঁর বিচার চাই আমরা। রাজনৈতিক লেজুড়বৃত্তি ও বিভাজন সাংবাদিকদের ঐক্যকে বিনষ্ট করেছে বলে ও মন্তব্য করেন বক্তারা. সরকার ইতোমধ্যে ভূমিকা নিয়েছেন, খুনিদের গ্রেফতার করেছে। সেই জন্য সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তাদের অনেকে।

লন্ডনে কর্মরত ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক বৃন্দ উদ্যোগে সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলসহ সারাদেশে সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, নির্যাতন বন্ধ ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও এই মানবন্ধন অনুষ্ঠিত হয় ।

পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে এবং এসএটিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিবের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমত এর বিশেষ প্রতিনিধি আহাদ চৌধুরী বাবু।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক লন্ডন বাংলা এর সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, সুরমা সম্পাদক আহমদ ময়েজ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর বিশেষ প্রতিনিধি সৈয়দ আনাস পাশা, সাংবাদিক মতিয়ার চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব রহমান, এটিএনবাংলা ইউকের সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল, ব্রিকলেন সম্পাদক জুয়েল রাজ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেনিং সেক্রেটারি ইব্রাহিম খলিল, ইনফরমেশন- সেক্রেটারি সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারি(বিজয়ী) তওহীদ আহমদ,কার্যকরী পরিষদের সদস্য পলি সুলতান, বাংলা টিভির বার্তা সম্পাদক সরোয়ার হোসন, ডেইলি স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ, লন্ডন বিডি নিউজ ২৪ এর সম্পাদক জাকির হোসেন কয়েস, এনটিভি ইউরোপের চিপ রিপোর্টার আকরাম হোসেন, সাংবাদিক আবদুর কাদির মুরাদ, এনটিভি ইউরোপের উপস্থাপক আতাউল্যাহ ফারুক, সাংবাদিক মাহবুব, ডিবিসি যুক্তরাজ্য প্রতিনিধি তারেক চৌধুরী, চ্যানেল এস রিপোর্টার রেজাউল করিম মৃধা, মোহাম্মদ কাউসার, এনটিভি ইউরোপের রিপোর্টার আহসানুল আম্বিয়া শুভন, সাংবাদিক রফিকুর ইসলাম এমদাদ, লন্ডন বিডি নিউজ ২৪ এর চেয়ারম্যান আবদুল বাছিত বাদশাহ, কবি সিহাবুজ্জামান কামাল, বিশ্ব বাংলা২৪.কম সম্পাদক শাহ রহমান বেলাল, এলবিটিভি২৪ এর রিপোর্টার জুবায়ের আহমদ, সাংবাদিক আলাউদ্দিন রাসেল, আমাদের প্রতিদিন সম্পাদক আনোয়ার শাহজান, মানবাধিকার কর্মী কানিজ ফাতেমা, ফয়সাল জামিল, ডলার বিশ্বাস, লুৎফুর রহমান লিকন, লুৎফুর রহমান, আবদুল রহিম, সাংবাদিক আফসার উদ্দিন, বদরুজ্জামান বাবু, এহসানুল হক তানিম ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সম্প্রতি সাংবাদিক নির্যাতনের ঘটনা ভয়াবহ পরিমাণে বেড়েছে। কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, কখনো ক্ষমতাসীন সংগঠনের নেতা-কর্মীদের দ্বারা একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ এসকল ঘটনায় জড়িতরা বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার এ সংস্কৃতি সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করছে। যা কখনোই কাম্য নয়। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসলে জাতি উপকৃত হবে । না হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে জাতির জন্য।

আপনার মন্তব্য

আলোচিত