নিউইয়র্ক প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০১৫ ০১:২৬

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে চাঙ্গাভাব

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মধ্যে চাঙ্গাভাব দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে সফল করে তুলতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন সেখানকার আওয়ামী লীগ নেতারা। নিউইয়র্ক প্রবাসী বাঙালিদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা।

জাতিসংঘের ৭০ তম অধিবেশনে যোগ দিতে এ মাসেই যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ২২ সেপ্টেম্বর তাঁর যুক্তরাষ্টের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা।

আসন্ন ঈদ-উল-আযহা প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রেই পালন করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি সেখানে বাণিজ্য সামিটেও যোগ দেবেন।

এদিকে, প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদানের উদ্যােগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

সাফল্যের সাথে দেশ পরিচালনা ও বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এ সংবর্ধনা প্রদান করা হবে বলে জানা তিনি।

সিদ্দিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তাঁর সফরকে সফল করে তুলতে ব্যাপক আয়োজন নেওয়া হয়েছে। সকল বিভেদ ভুলে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফরকে সফর করার চেষ্টা চালাচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত