সাহাদুল সুহেদ, স্পেন

২৯ নভেম্বর, ২০১৯ ১২:২২

শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে স্পেন আ.লীগের প্রস্তুতিসভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগদানের জন্য মাদ্রিদে আগমন উপলক্ষে আওয়ামী লীগ স্পেন শাখার ব্যানারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাদ্রিদের মেহমান খানা রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

স্পেন আওয়ামী লীগের সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মো. বোরহান উদ্দিন। শেখ আব্দুর রহমান ও সেলিম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অহংকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে কেবল স্পেনের আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়; সকল স্পেন প্রবাসী বাংলাদেশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সভায় সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ স্পেন শাখার নেতাকর্মীরা ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরের সময় বিএনপি জামায়াতের যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাদেরকেও প্রতিহত করা হবে।

বক্তারা এসময় আরও বলেন, স্পেন আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের স্থান নেই। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আয়োজিত সভায় যিনি অতিথি হিসেবে উপস্থিত থাকেন, তার হাতে আওয়ামী লীগ নিরাপদ থাকতে পারে না। তাই সেসব নেতা নামধারীদের থেকে সতর্ক থাকতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি শাকিল খান পান্না, আক্তার হোসেন আতা, ইসলাম উদ্দিন, আসাদুজ্জামান সাদ, নূরুল ইসলাম, ফারুক আহমেদ মবিন, রফিক খান, রাসেল দেওয়ান, নূর মোহাম্মদ, মো. ইফতেখার আলম, সফিকুল ইসলাম, ইসমাইল হোসেন রায়হান, সালমন মৃধা সেলিম, ইব্রাহিম খলিল, মাসুদ কামাল, রায়হান খান জামিল, আবুল বাশার, মাসুদ কামাল, আব্দুন নূর নিরব, রাজিব, সর্দার লস্কর, সামির আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ২-১৩ ডিসেম্বর মাদ্রিদে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৫) অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দিতে ১ ডিসেম্বর মাদ্রিদে পৌঁছবেন। ২ ডিসেম্বর সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সানচেজ ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেরে সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। ৩ডিসেম্বর প্রধানমন্ত্রী বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত